‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

বিএনপির গঠিত পুলিশ সংস্কার-বিষয়ক কমিটি পুলিশ সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ৬ সদস্যের এ কমিটি গঠন করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১৬ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এতে বলা হয়, কমিটি প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেয়ার কথা থাকলেও ১ দিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন অফিসে জমা দিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh