আওয়ামী লীগ সরকারকে আফ্রিকান মাগুর মাছের সাথে তুলনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মত। সবকিছু খেয়ে শেষ করে গেছে। তারা গোটা জাতিকে একটা ধ্বংসস্তুপের মধ্যে রেখে গেছে।
ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল বিভাগের ৩১ শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, সাধারণত পুরুষের থেকে নারীদের মধ্যে মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা বেশি থাকে। কিন্তু শেখ হাসিনা এমন একজন নারী যার মধ্যে কোনো মমত্ববোধ, ভালোবাসা স্নেহ ছিল না। তিনি এটাকে তার বাপের জমিদারি মনে করতেন। হাসিনা মাঝে মধ্যেই কান্না করতেন। তার এই কান্নাকাটি ছিল লোক দেখানো অভিনয়।
তিনি বলেন, ক্ষমতায় থেকে গুম খুন করতে পিছপা হননি শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন আরও বেশি লুটপাট করার জন্য। ১৬ বছর ক্ষমতায় থেকে ব্যাংক লুট করেছেন, ক্ষমতায় থাকতে বিদেশে টাকা পাচার করেছেন। জুলুম করে, ক্রসফায়ার দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তাকে ক্ষমতায় থাকার গ্যারান্টি নিশ্চিত করেছিল পার্শ্ববর্তী দেশ ভারত।
রিজভী আরও বলেন, উন্নয়নের দৃষ্টান্ত দেখিয়ে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের লাভ হয়েছে। তারা উন্নয়ন দেখিয়ে টাকা পাচার করেছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার ছিল আফ্রিকান মাগুর মাছের মত। সবকিছু খেয়ে শেষ করে গেছে। তারা গোটা জাতিকে একটা ধ্বংস স্তুপের মধ্যে রেখে গেছে।
জুলাই আগস্টের মহাবিপ্লবের মধ্য দিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের তৎপরতা দেখতে পাচ্ছি না। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এজন্য আরও তৎপরতার সাথে কাজ করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের ধরা হচ্ছে না বলেই আজ বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সিন্ডিকেট ধরতে হবে। এরা সবাই শেখ হাসিনার দোসর। তাদের ধরা যাচ্ছে না, তাই দাম নিয়ন্ত্রণে আসছে না।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অবাধ নির্বাচনের জন্য প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু তা হতে যদি বারবার প্রলম্বিত হয়, তাহলে প্রশ্ন উঠবে, তাই কালক্ষেপণ করা ঠিক হবে না।
‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ বরিশালের ২৫ পরিবারের স্বজন উপস্থিত ছিলেন।
এর আগে নেতাকর্মীদের নিয়ে চব্বিশের গণআন্দোলনে শহীদ আরিফুর রহমান রাসেল তালুকদারের কবর জিয়ারত করেন রিজভী। তাছাড়া অনুষ্ঠান শেষে চব্বিশের গণআন্দোলনে শহীদ পরিবাবের মাঝে আর্থিক সহয়তা তুলে দেন তিনি।
এদিকে, অনুষ্ঠানকে ঘীরে গোটা বাকেরগঞ্জ উপজেলা মিছিলের নগরীতে পরিণত হয়। বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ঝালকাঠি থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ নেন এ অনুষ্ঠানে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আওয়ামী লীগ রুহুল কবির রিজভী বিএনপি বরিশাল
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh