চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের কোনো দল নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘অনেক সাংবাদিক আমাকে বলেন, আপনাদের কারা এই আন্দোলনে শহিদ হয়েছে। আমি বলি, যারা শহিদ হয়েছে তারা কোনো দলের হতে পারে না, তারা সবাই আমাদের সম্পদ। তারা বুক চিতিয়ে রাস্তাই নেমে বলছিল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর। এই শহিদরা সবাই আমাদের সম্পদ। আবু সাইদ কী করেছিল? সে কি হাতে গুলি নিয়ে দাঁড়িয়ে ছিল? না সে শুধু বলেছিল আমার অধিকার দাও। এই জালিমরা তিনটা গুলি করে তাকে শহীদ করেছে।’
গতকাল রবিবার (০১ ডিসেম্বর) রাতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর।
এসময় কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘তারা চেয়েছিলো তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটা ভাব তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সাথে মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোঁয়া থাকবে না।’
মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
এছাড়াও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলা আমির জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নামজুল আহসান, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh