বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এককভাবে নয়, সবার অংশগ্রহণে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তাই বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। জনগণের আস্থা নষ্ট হতে পারে এমন কাজ থেকে বিতরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।
এসময় বিএনপি উচ্চকক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ২০২২ সালে ৩১ দফা ঘোষণা করেছি। ৩১ দফার আলোকে দেশকে পুনঃগঠনে বিএনপি একা নয়, সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করা দরকার। তাছাড়া ৩১ দফা কেবল বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও দেশের মানুষের জন্য। তাই জেলা, থানা এবং ইউনিয়ন অর্থাৎ তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে ৩১ দফা। যাতে ব্যর্থ না হয় সেজন্য ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করেছে। সনাতন ধর্মাবলম্বীদের ওপর নানা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে বারবার বিএনপি তাগিদ দিলেও তা করা হয়নি। সরকার গঠন করতে পারলে সনাতনীদের নিরাপত্তায় বিএনপি জিরো টলারেন্স নিশ্চিত করবে জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার’। সনাতন ধর্মাবলম্বীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে সজাগ থাকতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
গত ১৬ বছরে কেবল বিএনপিই নয়, গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশে বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকবে বিএনপি। অর্থনৈতিক বিন্যাস করে দেশের প্রান্তিক পর্যায়ের সার্বিক উন্নয়ন করতে চাই। সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণ সুফল পাবে। অর্থনীতি শক্ত করতে চাই।
নারীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, স্বস্তা জনপ্রিয়তার জন্য কথা বলবো না। রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়িয়ে নারীদের নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সামাজিক অত্যাচারের কারণে নারীরা বেড়তে পারেনি।
তিনি আরও বলেন, দেশে ২০ কোটির কম নয় জনগণ। স্বাস্থ্যসেবা ব্যয়বহুল। উন্নত দেশও হিমশিম খাচ্ছে সেবা দিতে। মানুষ যাতে কম অসুস্থ হয় তার জন্য সচেতন করতে হবে। যারা অসুস্থ হবে তাদের কোয়ালিটি সেবা নিশ্চিত করা যাবে। প্রশিক্ষিত পল্লী চিকিৎসক দেয়া হবে গ্রামে গ্রামে। রোগ যাতে না হয় সেই পথ অবলম্বন করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি তারেক রহমান বরিশাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh