শিক্ষার্থীদের গুপ্তহত্যা

২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানতে চায় নাগরিক কমিটি

শিক্ষার্থীদের গুপ্তহত্যার সঙ্গে কারা জড়িত এবং অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ নেবে, তা ২৪ ঘণ্টার মধ্যে জানানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এক সংবাদ সম্মেলনে  জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এই দাবি জানান।

তিনি বলেন, ‘আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্তহত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। গুপ্তহত্যার ব্যাপারে সরকার কী অবস্থান নেবে? কী ব্যবস্থা গ্রহণ করবে? ২৪ ঘণ্টা মধ্যে তাদেরকে জানাতে হবে।’

গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা মাঠের শক্তি ছিল উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেন, ‘তারা যদি গুপ্তহত্যা করে যায়, তাদের ব্যাপারে যদি প্রপার অ্যাকশন সরকারের না দেখি তাহলে আমাদের প্রশ্ন করতে হয়, সরকারে আসলে কারা রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েকটি কমিশন গঠন হলেও, গঠিত হয়নি শিক্ষা কমিশন। সরকারের উচিত শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh