নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রবিবার (২২ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর যাবেন। ম্যাডামের সঙ্গে তার চার-পাঁচ জন চিকিৎসক যাবেন। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
জানা গেছে, শারীরিকভাবে নতুন কোনও সমস্যা উদয় না হলে ২৯ ডিসেম্বর দিনের বেলায় কোনও এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কয়েকজন।
এর আগে গত ২৯ অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খালেদা জিয়া বিএনপি লন্ডন রাজনীতি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh