নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে পূর্ণাঙ্গ তথ্য এখনও জাতিসংঘের কাছে প্রদান না করায় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক কমিটি। সম্প্রতি সমকালে প্রকাশিত এক সংবাদে উল্লেখ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য দিতে গড়িমসি করছে এবং আংশিক তথ্য প্রদানের মাধ্যমে অসহযোগিতার চিত্র তুলে ধরছে।
এই ধরনের অসহযোগিতামূলক আচরণ জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী উল্লেখ করে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তারা উল্লেখ করে, সংগঠনটি আত্মপ্রকাশের দিন থেকে ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল—ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় আনা।
জাতীয় নাগরিক কমিটি জানায়, জুলাই-আগস্টের সত্য উদঘাটিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে বহির্বিশ্বে সমালোচনা হবে- এমন অগ্রহণযোগ্য যুক্তির ওপর ভিত্তি করে সত্য উদঘাটন প্রক্রিয়াকে ব্যহত করা অত্যন্ত নিন্দনীয়। মানবাধিকার লঙ্ঘন ও জুলাই ম্যাসাকারের তথ্যানুসন্ধান এবং তদানুযায়ী বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের প্রধান কর্তব্য। এই বিষয়ে অবিলম্বে সরকারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে তারা কি কার্যকর ব্যবস্থা নিয়েছেন তা পরিষ্কার করে বাংলাদেশের নাগরিকদের জানাতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি ছাত্র-জনতার অভ্যূত্থান। কাজেই পতিত ফ্যাসিবাদি ব্যবস্থার তল্পিবাহক এবং অবশিষ্টাংশের চাপে জাতিসংঘের তদন্ত কাজে অসহযোগিতা কোনোভাবেই কাম্য নয়। এমন অসহযোগিতার মূলে রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থার তথ্য প্রদানে অনীহা থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তা স্পষ্ট করে বলা। নির্ধারিত নতুন সময়ের মধ্যে জুলাই ম্যাসাকারের ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘের নিকট প্রদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh