চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পিএম
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়াকে দলীয় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের স্থগিতের প্রত্যাহার করে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর জেলা বিএনপির এই তিন নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে, গত ২৯ আগস্ট চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়াকে শোকজ করে জবাব দিতে ঢাকায় ডাকা হয়।
পরে গত ১ সেপ্টেম্বর রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তিন নেতার সদস্যপদ প্রত্যাহার করা হয় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
একইসঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়। সেই সময় বিষয়টি বেশ আলোচনার-সমালোচনার সৃষ্টি করেছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চট্টগ্রাম বিএনপি বহিষ্কার তিন নেতা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh