রবীন্দ্র সরোবরে নাগরিক কমিটির নাগরিক সংযোগ

রাজধানীর রবীন্দ্র সরোবরে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘নাগরিক সংযোগ’ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। 

নাগরিক সংযোগে নেতৃবৃন্দ জুলাই-আগস্টের অভ্যুত্থান নিয়ে সর্বস্তরের ও পেশার নাগরিকদের সাথে মতবিনিময় করেন। 

নাগরিকরা জানান, এই আন্দোলনে অংশগ্রহণ করে নিজেদেরকে গর্বিত মনে করেন তারা। তবে এই আন্দোলনের সুফল যেন দেশের সকল শ্রেণির মানুষ পায় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর তাগিদ দেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তাদের যে প্রত্যাশা ছিল তা অনেকাংশেই দৃশ্যমান নয় বলে তারা মতামত দিয়েছেন। তবে এই অভ্যুত্থানের ফলে বর্তমানে তারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন বলে মত দেন। 

নাগরিক সংযোগে নারী শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি তুলেন। এছাড়াও, দেশের রাজনৈতিক বাস্তবতায় নারীরা রাজনীতিতে আসতে চান না বলে জানান নারী শিক্ষার্থীরা। তরুণদের রাজনৈতিক উদ্যোগ ও দলে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সমুন্নত থাকার এবং নারীদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব তুলে আনার উদ্যোগ থাকবে বলে আশা ব্যক্ত করেন নারী শিক্ষার্থীরা। 

তরুণদের নেতৃত্বে গঠিতব্য নতুন রাজনৈতিক দল যেন পুরোনো সংস্কৃতি থেকে বের হয়ে তরুণদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়, দলের কাঠামোয় যেন গণতন্ত্র ও স্বচ্ছতা থাকে সে ব্যাপারে পরামর্শ দেন বিভিন্ন নাগরিকরা। 

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নাগরিকরা মনে করেন, এটি স্বৈরাচার পতনের পরপরই উপস্থাপিত হওয়া দরকার ছিল। সরকার যদি নিজেদের গ্রহণ করা দায়িত্ব মোতাবেক জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ ও বাস্তবায়ন না করে, ছাত্র-জনতাকেই ‘জুলাই ঘোষণা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন। 

এই সংযোগে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সারোয়ার তুষার, সহ-মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাজনুভা জাবীন, আলাউদ্দিন মোহাম্মদ ও সাদিয়া ফারজানা দিনা প্রমূখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh