নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি: হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। 

আজ রবিবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

হাফিজ উদ্দিন বলেন, ‘ভোলায় দুদিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখা যায় মোটরসাইকেল বহর, জিজ্ঞেস করলাম এরা কারা, এর আগে এদের দেখিনি। উত্তর এলো, তারা অনেকেই আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের।’

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নিতে হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে৷’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা কিংস পার্টি করার চেষ্টা করছে। ২১ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে? কীভাবে তারা দেশ পরিচালনা করবে? বয়স কমানো হলো, কেন?  তারা নির্বাচিত হলে মেনে নিবো, কিন্তু নিরপেক্ষ না হয়ে ক্ষমতায় বসতে চাইলে মেনে নেয়া হবে না।’

সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রকলোমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh