দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, তারা তাদের পাশে আছেন। যতদিন দেশে কোরআনের আইন বাস্তবায়ন না হয়, ততক্ষণ তাদের সংগ্রাম চলবে বলেও জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জামায়তে জেলা শাখার কর্মী সম্মেলনে শফিকুর এসব কথা বলেন।
গত জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনকে ‘স্বাধীনতার সংগ্রাম’ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, “যারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, আমরা তাদের সঙ্গে আছি।... যারা ‘উই ওয়ান জাস্টিস’ শ্লোগান দিয়ে এই দেশেকে মুক্ত করেছেন, আমরা তাদের সঙ্গে আছি।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাদের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলানো নিয়েও কথা বলেন শফিকুর। তার দাবি, সেসব মামলা ছিল মিথ্যা।
‘যারা আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ‘হত্যা’ করেছে, তারা আজও দেশের মানুষের শত্রু। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি। এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান জানিয়ে শফিকুর বলেন, ‘আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই। ...যতক্ষণ না দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, জুলুম বন্ধ হয় এবং কোরআনের আইন বাস্তবায়িত হয়, ততক্ষণ আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।’
আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের ‘গোলাম’ বানাতে চেয়েছিল বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ‘শেখ হাসিনা তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে।’
আওয়ামী লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাই দিয়েছে অভিযোগ এনে তিনি বলেন, ‘দেশের ২৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।’
জামায়াত ক্ষমতায় এলে নারীরা আরও সম্মান ও নিরাপত্তা পাবে বলেও ঘোষণা দেন দলটির আমির। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল জামায়াত ক্ষমতায় এলে নারীরা বাড়ি থেকে বের হতে পারবে না, কিন্তু এই সমাবেশে একপাশে পুরুষ ও আরেক পাশে হাজার হাজার নারী একসঙ্গে উপস্থিত।
‘যারা বলেন, জামায়াত সাম্প্রদায়িক, তারা আসলে দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করেছে।’
কর্মী সম্মেলনে জামায়াতের দিনাজপুর জেলা শাখার আমির আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলোয়ার হোসেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh