একুশের অনুপ্রেরণায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি: রিজভী

একুশে ফেব্রুয়ারির অনুপ্রেরণায় ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে হটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, সালাম রফিক জব্বাররা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষার জন্য। এ দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রেরণা যোগায়। একুশে ফেব্রুয়ারি শোক বহন করে, একই সাথে এটি গৌরবের দিন।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে। এই পথ ধরে স্বাধীনতা পেয়েছি। এই পথ ধরে দীর্ঘ ১৬ বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে একুশের চেতনা থেকে সে শিক্ষা নিতে হবে। যতদিন পৃথিবী থাকবে, ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে।

বিএনপির এ নেতা বলেন, ন্যায়বিচার, সাম্য, সমধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে।

জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান রুহুল কবির রিজভী। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh