জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের আয়োজন করা হলে তা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ফাঁদে বিএনপি পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের বর্ধিত সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
এরআগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় এই সভা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কিছু উপদেষ্টার বক্তব্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা হবে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া, এ ফাঁদে পা দেবে না বিএনপি।
স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় আগামীকাল শুক্রবার ঘোষণা করতে যাওয়া নতুন দলকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান।
জাতীয় ঐক্য ও নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh