শেখ হাসিনার বিচারের আগে ভোটের কথা নয়: সারজিস

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ভোটের কথা না বলার পরামর্শ দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন সারজিস আলম।

মঙ্গলবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর একজন শহীদের মায়ের সঙ্গে দেখা করে তিনি এমন কথা বলেন। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

শহীদ সোহেল রানার মায়ের কান্না দেখে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাকে সান্ত্বনা দেন। তারা আন্দোলনে শহীদদের হত্যার বিচার দ্রুত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সারজিস আলম বলেন, “যতদিন না খুনি হাসিনাকে আমরা ফাঁসির মঞ্চে দেখব, ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।”

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, “আমরা সরকারকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না। এটা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ- বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা। তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই সরকারের সময় করে যেতে না পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমিসি তারা হারাবেন। এবং সারাজীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক বলেন, “এই সরকারের সময় বিচার করতে হবে এবং যে সময়টুকু সরকারের আছে, নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশের নিয়ে এসে ফাঁসি মঞ্চে নিতে হবে।”

এ সময় শহীদ সোহেল রানার মা নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে চান।

সেখানে উপস্থিত দলটির আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “শহীদ পরিবারের যে কান্না-আকুতি, সেটা এক সময় ক্রোধে পরিণত হবে। আমরা এখনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। সেটি আমাদেরকে আশাহত করেছে।”

সরকারের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিচার নিশ্চিত না করতে পারলে আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।”

এর আগে রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করেন এনসিপির নেতারা।

এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh