জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, এমন মন্তব্য করে দলটির আমির শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগরী (উত্তর) জামায়াতে ইসলামীর মেডিকেল থানা আয়োজিত চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়েতের আমির বলেন, “জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।”
যাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয় বরং এমনভাবে যাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে।
সরকারের উপর আস্থা নেই মন্তব্য করে তিনি বলেন,“ইসলামী রাষ্ট্র না হওয়ায় যাকাত ব্যবস্থাপনায় সরকারের উপর জনগণের আস্থা নেই। মানুষ সরকারকে যাকাত দিতে চায় না।”
ইফতার মাহফিলে জামায়াতের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জামায়াতে ইসলামী শফিকুর রহমান
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh