সাভার জাতীয় স্মৃতিসৌধে লাল পতাকা হাতে একদল মানুষ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পুলিশ বলছে, আটক তিনজন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মী।
বুধবার বেলা ১১টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে লাল পতাকা হাতে এই ঝটিকা মিছিল করেন তারা।
আটক তিনজন হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম ও আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে লাল পতাকা হাতে অন্তত ৫০ জন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, জাতীয় স্মৃতি সৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আওয়ামী লীগ ঝটিকা মিছিল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh