বাটা, কেএফসিতে হামলায় সরকার ব্যর্থ: বিএনপি

ইসরায়েলবিরোধী বিক্ষোভে বাটা, কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন।

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে 'নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস' কর্মসূচির সমর্থনে এই কর্মসূচিতে তিনি বলেন, “আমরা ইসরাইলের পণ্য বয়কট করব তার মানে এই নয় যে, আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তা হলে বাংলাদেশের নামে এই বদনাম হতো না।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচিত হয়ে উঠা ‘তৌহিদী জনতা’ সিলেট, কক্সবাজার, খুলনা, বরিশাল ও গাজীপুরে কেএফসি, পিৎজা হাট, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন কোম্পানির বিক্রয়কেন্দ্রে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনী প্রায় সব ক্ষেত্রেই নিষ্ক্রিয় ছিল।

সোমবার দেশের বিভিন্ন জেলায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের আশায় দেশে যখন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে, সে সময় এসব ঘটনার সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমেই অনেক লেখালেখি হচ্ছে।

এর মধ্যে রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলা হয়, হামলা ও লুটপাটে জড়িতদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে ৪৯ জনকে গ্রেপ্তারের কথা জানান।

দুপুরের আগে আগে একই তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়, “দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ গতরাতে অভিযান চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন,সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে, ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো, যেন নিজেদের প্রতিবাদ অব্যাহত রাখি।”

আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিলে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা।

তিনি বলেন, “বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সব রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে আওয়ামী লীগ সরকার ইসরাইলের নাম প্রত্যাহার করেছিল। এর মাধ্যমে তারা পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল।”

গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। বলেন, “মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায়, গণহত্যা বন্ধ চাই। সারা বিশ্বের মানুষ জেগে উঠেছে।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh