দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যানের কাছে দেখা করে লিখিত কিছু অভিযোগ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তবে কার বিরুদ্ধে কী অভিযোগ, সেসব বিষয়ে তাদের কেউ তথ্য দিতে চাননি; দুদকের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত বলেছেন, তাদের তথ্য ‘অতি গোপনীয়’। সেগুলো ফাঁস হলে অন্যায়কারীরা সতর্ক হয়ে যাবে। তবে কার বিরুদ্ধে অভিযোগ, তাও তিনি বলতে নারাজ।
বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক। তারা সংস্থাটির চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
আধা ঘণ্টার মতো বৈঠক শেষে তারা বের হয়ে সংবাদ কর্মীদের মুখোমুখি হন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দুদকের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছি। আমরা লিখিতভাবে সেগুলো জমা দিয়েছি।’
কী বিষয়ে অভিযোগ, এই প্রশ্নে সুনির্দিষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, “ভেরি কনফিডেনশিয়াল’ (অতি গোপনীয়)।”
কার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে-সেই বিষয়টিও প্রকাশ করতে চাননি এনসিপি নেতা।
কেন এই গোপনীয়তা- এই প্রশ্নে তিনি অন্যায়কারীদের সতর্ক হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন।
সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে কিছু লোক ‘সাম্রাজ্য’ গড়ার জন্য ব্যবহার করার পাশাপাশি ‘বিনা অপরাধে’ সাধারণ মানুষের হয়রানি হয়েছে। তবে এখন তিনি এমনটা প্রত্যাশা করেন না।
এনসিপির দুই নেতা কার বিরুদ্ধে কী অভিযোগ জমা দিয়েছেন, এই প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh