বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরছেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুজনেরই সব রিপোর্ট ভালো এসেছে। আপনার ভাবী এখন ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরবো।’
এর আগে, গত ৬ এপ্রিল সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন তারা।
সম্প্রতি স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা ফখরুলের নামে একটি আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল হয়, যেখানে ২০২২ সালে কারাবন্দি অবস্থায় স্ত্রীর অসুস্থতা ও অস্ত্রোপচারের সময়কার অভিজ্ঞতা তুলে ধরা হয়।
তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিইনি।’ তিনি আরও জানান, ফেসবুকে যেটি মির্জা ফখরুলের নামে ভেরিফায়েড, সেটি তিনি নিজে পরিচালনা করেন না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh