চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৫:২৩ পিএম

বাঁশখালীতে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

বাঁশখালীতে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. ইরান (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাব।

আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।

র‌্যাবের দাবি, ইরান একজন জলদস্যু। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির মতো মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান জানান, বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় র‌্যাবের একটি টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে কুখ্যাত জলদস্যু ইরানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh