পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভূমি উন্নয়ন ব্যয় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৭:১১ পিএম

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের ব্যয় বাড়িয়েছে সরকার। ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের ব্যয় বাড়িয়েছে সরকার। ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের ব্যয় বাড়িয়েছে সরকার। নতুন করে ভূমি উন্নয়নে আরও ব্যয় হবে ১৯ কোটি ৮ লাখ টাকা।
সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মোট ৬ টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। নতুন করে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৯ কোটি ৮ লাখ। আগে ছিল ২৮৯ কোটি ৮৬ লাখ টাকা। নতুন করে এখন ব্যয় নির্ধারণ হলো-৩০৮ কোটি ৯৫ লাখ টাকা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh