বৃষ্টিতে ফাইনাল শুরু হতে দেরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০২ পিএম

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচে টস হতে পারেনি।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা। টস হওয়ার কথা ছিল ৬টায়।

ক্রিকইনফো জানিয়েছে, এই ম্যাচের কাট আউট টাইম ৯টা ৪০ মিনিট। অর্থাৎ, এই সময়ের মধ্যে খেলা শুরু হতে হবে। না হলে নিয়ম অনুযায়ী যৌথ চ্যাম্পিয়ন হবে দুই দল।

সূচিতে ফাইনালের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। অর্থাৎ, এদিনই ফল নির্ধারিত হতে হবে। কার্টেল ওভারের খেলায়ও সেটা সম্ভব না হলে দুই দলই চ্যাম্পিয়ন হবে যৌথভাবে।

আজ জয় পেলে টি-টোয়েন্টিতে প্রথম কোনো বহুজাতিক আসরের শিরোপা পাবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগেও দুইটি বহুজাতিক সিরিজের ফাইনালে খেলেছে বাংলাদেশ।

প্রথমবার ২০১৬ সালে ঘরের মাঠে মাশরাফির নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফাইনালটা ছিল গত বছর। সাকিব আল হাসানের নেতৃত্বে শ্রীলঙ্কায় নিদাহাস কাপের ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের খুনে ব্যাটিংয়ে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh