জবিতে দুর্গাপূজার ছুটি ঘোষণা

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৩ পিএম

সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ অক্টোবর বরিবার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত তিনদিনের ছুটির ঘোষণা করা হয়েছে।

তবে, ৪,৫ অক্টোবর শুক্রবার ও শনিবার আগে হওয়ায় শিক্ষার্থীরা ৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সব ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলো ৯ অক্টোবর (বুধবার) থেকে যথারীতি কার্যাক্রম শুরু হবে।

এবার জবি কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh