দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৩ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লা জিসান (দেড় বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া-বানিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার মো. উসমান আলীর ছেলে।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেএম কুতুবুদ্দিন সাম্প্রতিক দেশকালকে জানান, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় জিসান পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির করে শিশু জিসানকে ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh