নোয়াখালীতে স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ পিএম

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক ছয়জনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে। 

উপজেলার বসুরহাট বাজারের পানবাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার আদুল খালেক (৫৮) ও সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)। আশঙ্কাজনক ছয়জনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, একাধিক সূত্রে বিভিন্ন স্থানে স্পিরিট পানে পাঁচজনের মৃত্যুর খবর শুনে তাদের বাড়ি পরিদর্শন করেছি। ঘটনাস্থল পরিদর্শনকালে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো একজনের লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর আগে তিন জনের দাফন সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতা ডা. জায়েদের ছেলে প্রিয়মকে আটক করা হয়েছে। তবে জায়েদ পলাতক থাকায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, রফিক হোমিও হলের মালিক ডা. জায়েদ ও তার ছেলে প্রিয়ম দীর্ঘদিন ধরে দোকানে নেশা জাতীয় দ্রব্য স্পিরিট বিক্রি করে আসছিল। তিনি এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের পাশে বহুতল ভবন নির্মাণ করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh