ইতিহাসে ২৮ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ এএম

প্রধানমন্ত্রী সেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সেখ হাসিনা।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৮ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল।

ঘটনা

১৯২৮ সালের এই দিনে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।  

জন্ম

১৯২৯ সালের এই দিনে ভারতীয় কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন। 

১৯৪৭ সালের এই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। 

১৯৭৫ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯৮২ সালের এই দিনে ভারতীয় ক্রীড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৭০ সালের এই দিনে মিশরীয় সেনা অফিসার, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের মারা যান।

১৯২৬ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব অনন্তহরি মিত্র মারা যান।

১৯৯৬ সালের এই দিনে আফগান রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

২০১৬ সালের এই দিনে পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শিমন পেরেজ মারা যান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh