সাভারে বাস চাপায় হেলপার নিহত

প্রতিনিধি, সাভার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক বাসের চাপায় শাকিল (২৮) নামের এক পিকআপ ভ্যানের হেলপারের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুল।

নিহত শাকিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর জারভেরী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ওই হেলপারকে অজ্ঞাত এক বাস চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুল জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh