২২ শর্তে রাজশাহীতে আজ বিএনপির সমাবেশ

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৯ এএম

বিএনপির লোগো

বিএনপির লোগো

২২ শর্তে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রবিবার দুপুরে রাজশাহী নগরীর ফায়ার বিগ্রেড মোড়ের সামনে বড় রাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ’২২ শর্তে রাজশাহী মহানগর বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এছাড়া বেলা ৩টা থেকে সন্ধ্যা  ৬টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। আর দুপুর ২টার আগে সমাবেশস্থলে মাইকিং চালু করা যাবে না।’

এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির উপ-দফতর সম্পাদক নাজমুল হোসেন ডিকেন বলেন, ‘ গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুমতি পেয়েছি। বৈরী আবহাওয়া ও প্রশাসনের বিভিন্ন চাপের কারণে তেমন প্রচার-প্রচারণা চালাতে পারিনি।’ 

তিনি বলেন, ‘সমাবেশ করলে শর্ত তো থাকবেই। সেগুলো পালন করেই নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশকে সফল করে তুলবে।’


 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh