শেবাচিমে ডেঙ্গু জ্বরে আরো এক নারীর মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাধনা রানী (৪৫) নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চতুর্থ তলায় ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। 

সাধনা বরগুনা জেলার বেতাগী উপজেলার করুনা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র হালদারের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন তথ্য নিশ্চিত করে জানান, ‘ডেঙ্গু আক্রান্ত সাধনা রানীকে মুমূর্ষ অবস্থায় শনিবার রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যু হয়।

এ নিয়ে বরিশালের শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৪৩৭ জন। এছাড়া গত ৭ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৫১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। যার মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১৪ জন ও শিশু ১৫ জন।

এছাড়া গত শনিবার সকাল ৮টা হতে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। আর মৃত্যু হয়েছে একজনের।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh