জবিতে বাঁধনের ডোনার সংবর্ধনা

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪ পিএম

জবিতে বাঁধনের ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

জবিতে বাঁধনের ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাঁধন’ জবি ইউনিটের ত্রয়োদশ ডোনার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১০টার দিকে এক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁধনের সভাপতি নেওয়াজ শরীফ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বাঁধন জবি ইউনিটের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম আমিনুল হক।

আলোচনা সভা শেষ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh