গাইবান্ধায় ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, গাইবান্ধা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৩ পিএম

গ্রেপ্তার মর্জিনা বেগম, ছেলে সাইদুর রহমান (২০) ও বোন খোতেজা বেগম (৩৬)। ছবি: সাম্প্রতিক দেশকাল

গ্রেপ্তার মর্জিনা বেগম, ছেলে সাইদুর রহমান (২০) ও বোন খোতেজা বেগম (৩৬)। ছবি: সাম্প্রতিক দেশকাল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার গভীর রাতে উপজেলার মীরগঞ্জ (বালাপাড়া) সড়কে একটি অটোবাইক তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নিজামখাঁ গ্রামের মতিউর রহমানের স্ত্রী মর্জিনা বেগম (৪০), ছেলে সাইদুর রহমান (২০) ও বোন খোতেজা বেগম (৩৬)।

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন সাম্প্রতিক দেশকালকে জানান, অভিযান চলাকালে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh