ঘুষের টাকাসহ নৌ পরিবহন কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ এএম

দুদকের লোগো

দুদকের লোগো

দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতেনাতে আটক করে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইফুরকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়।

আবদুল ওয়াদুদ বলেন, ‘এক অভিযোগকারীর কাছ থেকে তথ্য পেয়ে তারা মির্জা সাইফুরের অফিসে অভিযানে যান। জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’

তাঁর বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh