তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ এএম

মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। ছবি: সংগৃহীত

মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত হানার অভিযোগে দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি খারিজের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ শামীম বলেন, মামলা নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দিয়েছেন বিচারক।

মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, তাহেরীর বিরুদ্ধে মামলার আবেদন দুইদিন অপেক্ষমাণ রেখে আজ খারিজ করে দিয়েছে আদালত।

ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাতের অভিযোগে রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh