অনলাইনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং হবে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

অনলাইনের মাধ্যমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে একটি উচ্চ বিদ্যালয়ের গ্রীষ্মকালীন খেলাধূলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিং এর চিন্তাভাবনা করছি। খুব শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারবো; যাতে করে বিভিন্ন সময় দুর্ঘটনা ও অনিয়মের যে কথা শুনি সেগুলো যেন বন্ধ হয়। যদি খুব ভালো মনিটরিং করা যায়, তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারবো বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh