কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, রাঙামাটি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম

দুই শিশুর মৃতদেহ। ছবি: সংগৃহীত

দুই শিশুর মৃতদেহ। ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. ইউসুফ মিয়ার কন্যা সাদিয়া আক্তার (৩) ও মো. রাসেল মিয়ার কন্যা হালিমা আক্তার (৪)।

কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল সাদিয়া ও হালিমা। পরে কোনও একসময় তারা কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। স্বজনেরা এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাননি। বিকাল সাড়ে ৩টার দিকে হ্রদের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া জানান, রসুলপুর এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কিছুদিন আগেও এই হ্রদে নৌকা থেকে পড়ে একটি শিশু মারা গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh