রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২১ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাপলা খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শাপলা খাতুনকে গত ৪ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে ওই ওয়ার্ডে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সকালে তাঁর অবস্থার অবনতি ঘটে। ওই সময় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আরো চারজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রামেক হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন ডেঙ্গু রোগী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh