আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল পাস

বাসস

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫ এএম

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

ইউনেস্কোর সঙ্গে চুক্তির শর্ত পূরণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবি ও পরিচালনা বোর্ড গঠন-কাঠামোয় কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পাস হয়েছে। 

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বুধবার বিলটি পাস হয়েছে।  ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করে ৬ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয়। বোর্ডের সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল তিন বছর করা হয়েছে। এছাড়া বিলে মূল আইন অনুযায়ী মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত কোনো ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, বিএনপির রুমিন ফারহানাসহ বিরোধী দলের কয়েকজন সদস্য বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh