সাউথ বাংলা ব্যাংক ও ফরাজী ডেন্টাল হসপিটালের চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৯:৪২ এএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর রামপুরায় ফরাজী ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বুধবার এ চুক্তি স্বাক্ষর হয়। 

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও ফরাজী হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময়ে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান শফিউদ্দিন আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব ব্যাংকিং অপারেশন মোহাম্মদ আবু বায়জিদ শেখ, ডিজিটাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন। 

চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারী ও কর্মরতরা হাসপাতালের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। -বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh