কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‍্যাব সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ১১:৫১ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ১২:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় হাসান মাহমুদ (৩০) নামের র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাসান মাহমুদ র‍্যাব সদর দপ্তরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, হাসান মাহমুদ গতকাল রাতে মোটরসাইকেলে করে কাকরাইলের দিকে যাচ্ছিলেন। কাকরাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh