দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১১:১২ এএম

প্লেকার্ড হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান। ছবি: সাম্প্রতিক দেশকাল

প্লেকার্ড হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান। ছবি: সাম্প্রতিক দেশকাল

দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একাই দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ খান।

গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের  জোহা চত্বরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে একাই অবস্থান নেন ড. ফরিদ খান। পরে সিনেট ভবনের সামনে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে বর্তমান প্রশাসনকে স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ উল্লেখ করে প্রশাসনের অপসারণ দাবি করেন শিক্ষকরা। সেখানে শিক্ষকরা প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। 

এদিকে নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের অপসারণের দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল সকাল থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। একই দাবিতে শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরাও। শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে অংশ নেন তারা।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh