ইতিহাসে ৫ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০৯:৪৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ০৬:৫৪ পিএম

সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৫ অক্টোবর কোথায় কী ঘটেছিল। 

ঘটনা 

১৯৮৯ সালের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন। 

জন্ম

১৮০৮ সালের এই দিনে জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী ভিলহেল্ম ভাইৎলিং জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালের এই দিনে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি ভাকল্যাভ হ্যাভেল জন্মগ্রহণ করেন।

১৯৪৯ সালের এই দিনে যুক্তরাজ্যের একজন ঔপন্যাসিক, কবি ও জীবনীকার পিটার এক্‌রয়েড জন্মগ্রহণ করেন।

১৯৮৩ সালের এই দিনে সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জন্মগ্রহণ করেন৷

মৃত্যু

১৯৭৪ সালের এই দিনে ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম মারা যান।

১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার মৃত্যুবরণ করেন।  

২০১১ সালের এই দিনে অ্যাপল ইন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস মৃত্যুবরণ করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh