ইতিহাসে ৭ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ১০:১৫ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ০৩:০৬ পিএম

কবি হেলাল হাফিজ।

কবি হেলাল হাফিজ।

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৭ অক্টোবর কোথায় কী ঘটেছিল।  

ঘটনা

১৯৫০ সালের এই দিনে কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয়। 

জন্ম

১৯৪৮ সালের এই দিনে কবি হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন। 

১৮৮৫ সালের এই দিনে ড্যানিশ পদার্থবিদ নিলস বোর জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৮৪৯ সালের এই দিনে মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো মারা যান। 

১৯৬৭ সালের এই দিনে সাহিত্যে নোবেল পুরুস্কার বিজয়ী ইংরেজ সাহিত্যিক ও সাংবাদিক নরম্যান এঞ্জেল মৃত্যুবরণ করেন। 

২০১১ সালের এই দিনে আলবেনীয় রাজনীতিবিদ ও আলবেনিয়ার রাষ্ট্রপতি রমিজ আলীয়া মৃত্যুবরণ করেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh