ফাহাদকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন 'অভিশাপ' স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ০৮:৩৪ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৩ পিএম

বুয়েট শিক্ষার্থী আবরার ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ও কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা এবং তার ক্ষত-বিক্ষত পিঠের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি দেখে বুঝা যাচ্ছে কতো নির্মমভাবে হত্যা করা করা হয়েছে এই মেধাবী ছাত্রকে। আর এ ছবি দেখে চোখের পানি ফেলছেন দল-মত নির্বিশেষে সবাই। অনেকেই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসের পাশাপাশি জানাচ্ছেন তীব্র প্রতিবাদ।

জনপ্রিয় গায়ক আসিফ আকবর কবি সাহাত হোসাইনের ‌‘অভিশাপ’ কবিতাটি শেয়ার করেছেন। সাম্প্রতিক দেশকালের পাঠকদের জন্য তা শেয়ার করা হলো:
যে পিতার কাঁধ, বইছে অগাধ, পুত্রের লাশ,
যে মায়ের চোখ, সমুদ্র শোক, কন্যার শ্বাস।
সে বাবার বুক, মৃত্যু অসুখ, বেদনার বিষে,
সে মায়ের কোল, শূন্য আঁচল, ভরে যাবে কীসে!
জানেনা কী খুনী, ঘৃণা কতখানি, রক্তের স্বাদে,
কতখানি শ্বাস, বইছে বাতাস, অভিশাপ বাদে!
কতটুকু আর, এ ব্যথার ভার, সইবে আকাশ,
কতটুকু ঘৃণা, সইতে পারেনা, জানবে বাতাস!
তারপরও যদি, রক্তের নদী, লাশে ভাসে, ভাসুক,
মানুষের মন, মরেছে যখন, দিকে দিকে মৃত্যু আসুক!

-অভিশাপ
সাদাত হোসাইন
কার্টুন কার্টেসি— জাহরা মিতু


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh