বিপ্লবকে ফাঁসাতে আইডি হ্যাক করা হয়: ভোলার এসপি

প্রতিনিধি, ভোলা

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০৭:৫৭ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১১:০৩ এএম

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।

ভোলায় বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবককে ফাঁসাতে ফেসবুক আইডি হ্যাক করে মহানবীর (স.) বিরুদ্ধে পোস্ট দেয়া হয় বলে দাবি করেছেন পুলিশ

আজ রবিবার (২০ অক্টোবর) ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোলার সদর থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে তার ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েকজনের কাছে এসংক্রান্ত আপত্তিকর মেসেজ আসে। বিষয়টি জানতে পেরে ওইদিন সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে আসেন। এরপর থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখেন। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরেক ব্যক্তিকে হ্যাকার সন্দেহে আটক করে। এরপর পুলিশ নিশ্চিত হয়, বিপ্লবকে ফাঁসাতে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, ‘বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ শুভ নামের এক যুবকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমরা হ্যাকের সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করেছি। শনিবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত হওয়ার পর বোরহানউদ্দিন উপজেলায় তৌহিদি জনতা ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ বন্ধ করে দিতে আমরা রাতে স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে আজকের (রবিবার) প্রোগ্রাম হবে না।

কিন্তু সকাল থেকে আমাদের কাছে খবর আসে সেখানে মাইকিং হচ্ছে এবং স্টেজ বানানো হচ্ছে। সেখানে গিয়ে আমরা উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেছি এবং আমি নিজে সেখানে বক্তব্য দিয়েছি। তারা সবাই আমার বক্তব্য শুনেছে। যখন আমি স্টেজ থেকে নেমে আসি তখন একদল উত্তেজিত জনতা আমাদের ওপর হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে একটি রুমে গিয়ে আশ্রয় নেই। যখন তারা আমাদের রুমের জানালা ভেঙে ফেোর চেষ্টা করে তখন আমরা প্রথমে সর্টগানের ফাঁকা গুলি ছুড়ি।

পরবর্তীতে এতে কাজ না হওয়ায় ওপরের দিকে গুলি ছোড়ার নির্দেশ দেই। এতে আমার জানা মতে একজন পুলিশ সদস্য বুকে গুলি লেগে গুরুতর আহত হয়। আমরা আহত অবস্থায় যাদের হাসপাতালে পাঠিয়েছি তাদের মধ্যে তিন জন নিহত হয়েছে। তবে বাকি আরো থাকতে পারে, সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh