যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, চয়ন ইসলামকে আহ্বায়ক এবং হারুনুর রশিদকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ক্যাসিনোকাণ্ড নিয়ে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যুবলীগ নেতাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে। ৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh