ভোলায় সংঘর্ষ: ৫ হাজার জনকে আসামি করে মামলা

প্রতিনিধি, ভোলা

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০২:১০ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ০৩:৫৩ পিএম

ভোলায় অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

ভোলায় অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলায় অজ্ঞাত পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে গতকাল রবিবার রাতে মামলাটি করেন।

উপজেলার হিন্দু এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর গতকাল সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে। হত্যা, পুলিশের ওপর হামলা, বিশৃঙ্খলার অভিযোগে অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে সেখানে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

তবে বোরহানউদ্দিন উপজেলার পাশাপাশি পুরো জেলাতেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করা যাবে না। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

সংঘর্ষের পর আশপাশের জেলা থেকে বাড়তি পুলিশ আনা হয়েছে ভোলায়। বোরহানউদ্দিনে মোতায়েন করা হয়েছে বিজিবি।




 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh