ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১০:৩৯ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১০:৪০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহতের ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এর প্রতিবাদে প্রতিবাদে আগামী বুধবার (২৩ অক্টোবর) ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
আজ সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ভোলায় জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলি পৈশাচিকতাকে হার মানিয়েছে। এই ঘটনা পূর্বপরিকল্পিত ছিলো। পরবর্তীতে সাম্প্রদায়িক বিক্ষোভ বলে রূপ দেয়ার চেষ্টা করছে পুলিশ। আমি ভোলার সাধারণ মানুষের ওপর পুলিশের নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh