পাখির কলরবে মুখরিত আশুরার বিল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২২, ০৬:১১ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে শীতের আগেই আসতে শুরু করেছে অতিথি পাখি। সারাদিন এই অতিথি পাখির কলরবে মুখরিত করে রাখে ওই এলাকাটি। এছাড়া বিলে ফুটতে শুরু করেছে লাল শাপলা। পাখিদের কলরবে মুগ্ধ পর্যটকরাও। বিলের পূর্ব অংশে পানি ধরে রাখার জন্য নির্মান করা হয়েছে ক্রস ড্যাম। আশুড়ার বিলের পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ২০১০ সালে শেখ রাসেল জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। উদ্যানটি ৫১৭.৬১ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে সরকার ঘোষিত জাতীয় উদ্যানের শালবনের কোল ঘেঁষে এ বিলের অবস্থান। আশুরার বিলের আয়তন ৩১৯ হেক্টর। জাতীয় উদ্যানের মূল আকর্ষণ পঞ্চবটীর শালবন ও শালবনের উত্তর পাশ ঘেষে বিশাল আশুরার বিল। এই বিলের উৎপত্তি নিয়ে  রয়েছে বিচিত্র কাহিনী। কথিত আছে, এই বিলের চারপাশ থেকে ৮০টি দার বা নালা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ায় এর নামকরণ করা হয় আশুরার বিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh