ব্লাউজের বৈচিত্র্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১২:০৭ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১২:১৭ পিএম

ছবি: ইউটিউব

ছবি: ইউটিউব

শাড়ির সাথে চাই মানানসই ব্লাউজ। সেই সাথে ব্লাউজটি ফ্যাশনেবল কিনা তাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ব্লাউজের প্রচলন চলছে এখন। কেউ কেউ বোট নেক, ডিপ নেক, গোল গলারও ব্লাউজ পরছে। শাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্লাউজের জুড়ি নেই। 

জানুন ব্লাউজের বৈচিত্র্য সম্পর্কে:

১. অনেকেই ব্লাউজে বোটনেক গলা দিতে ভালোবাসেন। এই ধরণের ব্লাউজ পরলে অন্যরকম এক সৌন্দর্য ফুটে ওঠে। বোট নেক পরলে লুকটা সামান্য ভারি দেখায়। তবে আপনি চাইলে বোট নেকটা গলার দিকে একটু ছড়িয়ে দিতে পারেন।  

২. ওঠানো গলার ব্লাউজ হলে চুল বেঁধে কিংবা খোঁপা করে তাতে ফুল দিতে পারেন। এতে ব্লাউজের সৌন্দর্য ফুটে উঠবে ঠিকঠাক। 

৩. ফ্যাশনের সাথে তাল মিলিয়ে অনেকে হাতা কাটা ব্লাউজ পরেন। তবে  হাতা কাটা ব্লাউজে আপনি স্বাচ্ছন্দ্য কিনা তা বুঝে নিন। হাত মেদবহুল হলে কনুই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ বেছে নিতে পারেন। 

৪. উৎসবে পিঠকাটা ব্লাউজ পরতে পারেন। এর জন্য পিঠের ত্বকের পরিচর্যার বিষয়টাও জরুরি। অনুষ্ঠানে যাওয়ার আগে পিঠে অল্প মেকআপও করে নিতে পারেন।

৫. অতিরিক্ত আঁটসাঁট ব্লাউজ পরবেন না। এতে উল্টো অস্বস্তি হবে অনেক।

৬. গর্জিয়াস লুক আনার জন্য কাঁধের কাছে ভারি কাজ করা ব্লাউজ পড়তে পারেন। এতে গড়ন চওড়া দেখায়। আবার ছোট ছোট নকশাওয়ালা ব্লাউজও বেছে নিতে পারেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh