রোদে পোড়া ত্বকের দাওয়াই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১২:৪০ পিএম

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রোদের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। রোদের প্রখরতায় ত্বক কালচে হয়ে যায় এবং পুড়ে যায়। কালো দাগ দূর করার বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়। তবে সেগুলো ত্বকের স্বাস্থ্য ভালো করার পরিবর্তে ক্ষতি করে। তাই রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া দাওয়াই ব্যবহার করতে পারেন। 

জানুন ত্বক ভেদে যত্ন সম্পর্কে: 

স্বাভাবিক ত্বক

যাদের ত্বক স্বাভাবিক, তারা কাঁচা হলুদের সঙ্গে দুধ, মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।

এছাড়াও ডিমের কুসুম, ১ টেবিল চামচ বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে পারেন ত্বকে। প্যাকটি লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বক

যাদের ত্বক খুবই তৈলাক্ত, তারা মসুর ডাল বাটার সঙ্গে শসার রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি বিশ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বক

যাদের হাত-পায়ের ত্বক খুবই শুষ্ক তারা সয়াবিন পাউডার, দুধের সর, কাঁচা হলুদ, গাজরের রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্যাকটি ম্যাসাজ করে ত্বকে লাগান। রাখুন ১০ থেকে ১৫ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বক। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh